সারা দেশের ন্যায় কলারোয়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক তথা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজের শরীরে ২য় ডোজের ভাক্সিন গ্রহন করে কার্যক্রম শুরু করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলামসহ আবাসিক মেডিকেল অফিসার ও স্বাস্থ্য কর্মকর্তা-কর্মীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার স্বাস্থ্য কেন্দ্র থেকে ৬৫ জন কোভিড-১৯ দ্বিতীয় ডোজের ভ্যাক্সিন গ্রহন করেছেন। আর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১২ জন প্রথম ডোজের ভ্যাক্সিন গ্রহন করেছেন বলে জানা যায়।
তিনি আরও জানান, দ্বিতীয় ডোজ ভ্যাক্সিনের জন্য যে সকল ব্যক্তিদের মোবাইলে এসএমএস প্রেরণ করা হয়েছে সে সকল ব্যক্তিদের রেজিস্ট্রেশন কার্ড, এনআইডি কার্ডের ও মোবাইলসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
একই সাথে চল্লিশ বছরের বেশি বয়সী সকল নারী-পুরুষকে সুরক্ষা এ্যপ্সের মাধ্যমে নিবন্ধনপূর্বক বুথ থেকে ১ম ডোজের টিকা গ্রহণের জন্য আহবান জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]