প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য যা যা দরকার সরকার সব করবে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আসে না এমন কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না। প্রকল্প গ্রহণের আগে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে।
শেখ হাসিনা বলেন, জনগণের শক্তিই মূল। জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া সঙ্কটও মোকাবেলা করা সম্ভব।
এ সময় দেশবাসীকে সঞ্চয়ের আহবানও জানান প্রধানমন্ত্রী।
একনেক সভায় মোট সাত হাজার সাত হাজার কোটি টাকার ছয়টি প্রকল্প রয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৩৯ কোটি টাকা ব্যয় বাড়ছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার চলমান প্রকল্পের। প্রকল্পটির মূল ব্যয় ছিল ১০ হাজার ৪৬০ কোটি টাকা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]