নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মাধ্যমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই স্কুলে তালা দিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।
মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুর ২টা ০৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, বৈকারী মাধ্যমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ।
স্থানীয়রা জানান, শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এই বিষয়ে উক্ত বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান এই পরিবেশের মধ্য দিয়ে তাদের পড়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে । এছাড়া তারা আরো বলে স্যারেরা নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় বন্ধ করে কোচিংয়ে চলে যায়।বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
বিদ্যালয়সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা মহিবুল্লাহ, আব্দুল্লাহ, হোসেন নামে কয়েকজন জানান, দুপুর ২:০০টায় স্কুল তালাবদ্ধ, কেউ নাই হয়তো বাড়ি গেছেন স্যারেরা।
অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিকের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি এই বিষয়ে কোন কর্ণপাত করেননি ’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান এলাকাবাসী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]