আগামি বছরের মার্চ মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষনায় মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।
এ ইউনিয়নের প্রায় অর্ধ ডজন চেয়ারম্যান প্রার্থী ও অর্ধ শতাধিক মেম্বার প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণার কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা। অনেক সম্ভাব্য প্রার্থী ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে ও মোড়ে মোড়ে ফেস্টুন ব্যানার টানিয়েছেন।
তবে এ ইউনিয়নের সাধারণ ভোটাররাও গভীর হিসাব-নিকাশ করছেন। এবার হিসাব-নিকাশ করেই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন বলে অনেক ভোটারের মন্তব্য।
এদিকে, যারা চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাচ্ছেন তারা দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশ গ্রহণ করবেন এমন কথা শোনা যাচ্ছে। প্রার্থীরা গ্রাম-গঞ্জে যেয়ে নিজের অবস্থান তৈরি করছেন। সেই সাথে মুরব্বিদের দোয়াও নিচ্ছেন। ঝাঁপা ইউনিয়নে তরুন নেতৃত্ব আশা করছেন তরুন সমাজ। আবার দলীয় সমর্থনের দিকেও নজর দিচ্ছেন তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]