নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রইকিং ফোর্স হিসাবে মাঠে থাকবে সেনাবাহিনী। অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। তবে কত দিনের জন্য সেনা মোতায়েন করা হবে তা এখনও জানা যায়নি।
বেলা ১১টায় সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এর আগে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছিলেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]