নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেটসহ জয়পুরহাটে আব্দুল মতিন (৪০) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তহিদুল ইসলাম জনি (৩০) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০০ পিস পেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পাকারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত আব্দুল মতিন সদর উপজেলার পেঁচুলিয়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য। আর তার সহযোগী জনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের এনামুল হকের ছেলে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাকারমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা মোটরসাইকেলযোগে পেন্টাডল ট্যাবলেট বহন করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]