অবশেষে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা নুসরাত। তার মা হওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে৷ স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙ্গনের পর গর্ভবতী হওয়ার খবর দেন নায়িকা। নায়ক যশের সঙ্গে তার প্রেম চলছে তখন। তাই সন্তানের বাবা কে এ নিয়েই নানা গুঞ্জন।
অনেকেই ধারণা করছেন প্রেমিক যশের সঙ্গে লিভ টুগেদারের ফল এই ছেলে। তবে এ নিয়ে নুসরাত বা যশ কখনো মুখ খুলেননি৷
তবে নুসরাত গর্ভবতী হওয়ার পর থেকেই তার খোঁজ রেখেছেন যশ। সম্প্রতি হাসপাতালে যাওয়ার পরও প্রেমিকার পাশে ছিলেন তিনি।
বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামী বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী নুসরত জাহান। এসময় সঙ্গে থাকায় সবাই যশের কাছ থেকেই নুসরাতের খোঁজ নিচ্ছেন। তাদের উদ্দেশ্যে যশ জানান, ' সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন, তারা ভালো আছেন।'
এর আগে বুধবার রাতেই বিশেষ বন্ধু যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা দেন অভিনেত্রী। হাসপাতাল যাওয়ার পথে যশের বাড়িও ঘুরে যান অভিনেত্রী। গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। জানিয়েছিলেন তিনি শুভক্ষণের অপেক্ষায় আছেন।
অভিনেতার কথায়, 'আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]