ফরাসি লিগ ওয়ানে উত্থান-পতনে থাকা পিএসজি বড়দিনের ছুটির আগেই দারুণ জয় পেয়েছে। ফরাসি লিগ ওয়ানে স্ত্রাসবুরকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারবিহীন পিএসজি।
আগের ম্যাচে লিলের সঙ্গে গোলশূন্য ড্র করায় এবার স্ত্রাসবুরের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা।
এ ম্যাচে পাত্তাই পায়নি স্ত্রাসবুর। ডি মারিয়া-এমবাপ্পেদের অ্যাটাকে নাস্তানাবুদ প্রতিপক্ষের রক্ষণশিবির। তাইতো ১৮ মিনিটে ফরাসি ডিফেন্ডার পেমবেলের গোলে লিড নেয় প্যারিস সেইন্ট জার্মেই। পিএসজির একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণের সিনিয়র দলের হয়ে প্রথম গোল।
প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। তবে বিরতির পর গোল উৎসবে মেতে ওঠে প্যারিসিয়ানরা। শেষ ১২ মিনিটের মধ্যে স্ত্রাসবুরের জালে তিন গোল পিএসজির। যেখানে ৭৯ মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।
৮৮ মিনিটে গেয়ি ও যোগ করা সময়ে কিনের দারুণ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনেই রয়েছে টাচেলের দল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]