সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন "নেক্সাস সাতক্ষীরা " এর উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় তালা উপজেলার ১নং ধানদিয়া কাটাখালী আদর্শ দাখিল মাদ্রাসার হল রুমে নেক্সাস সাতক্ষীরা" এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। সারাদেশে শৈত্যপ্রবাহের কথা বিবেচনা করে।
সাতক্ষীরা জেলায়ও গত কয়েকদিন শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। প্রচণ্ড শীতে অসহায়, দুস্থ মানুষের জীবন যাপন বিপর্যস্ত। নেক্সাস সাতক্ষীরা স্বেচ্ছাসেবী সংগঠন অসহায়, দুস্থ ও ১৫০ জন শীতার্ত ব্যক্তিকে কম্বল বিতরণ করেছে এবং এছাড়াও ভ্রাম্যমান ১০০ জন শীতার্ত ব্যক্তিকে কম্বল বিতরণ করে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যাপক মুস্তানসির বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলার নিবার্হী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাফিজুল ইসলাম সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যাপক মোঃ মুনতাসির বিল্লাহ, তালা উপজেলার ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান কাঞ্চন কুমার, দিদারুল ইসলাম, আমিরুল ইসলাম, ফারুক হোসেন, রুপায়ন হাজরা,আলহাজ্ব এবাদুল ইসলাম আবুল কালাম আজাদ, ফজলুর রহমান, মোসলেম আলী প্রমূখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নেক্সাস সাতক্ষীরার প্রতিষ্ঠাতা মঈনুল আমিন মিঠু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]