দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুর রহমান।
কাঁচি মার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন ৫৫,১৪১টি।
অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির ফজলে হোসেন বাদশা নৌকা মার্কা নিয়ে পেয়েছেন ৩১,৪২৩ ভোট।
রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভারে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ কংগ্রেসের মো. মারুফ শাহারিয়ার ডাব প্রতীক নিয়ে পেয়েছেন শূন্য। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম প্রার্থী মো. কামরুল হাসান নোঙ্গর প্রতীক নিয়ে তিনিও শূন্য ভোট পেয়েছেন।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ইয়াসির আলিফ বিন হাবিব ছড়ি মার্কা নিয়ে পেয়েছেন শূন্য ভোট, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল মার্কা নিয়েও পেয়েছেন শূন্য ভোট।
আবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী মশাল প্রতীক নিয়ে পেয়েছেন শূন্য ভোট।
এ আসনে মোট কেন্দ্র ছিল ১১২টি। মোট ভোটার ৩৫২,৭৮৩। এতে পুরুষ ভোটার, ১৭১,৪১৩ নারী ভোটার ১৮১,৩৬৪।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]