নড়াইলের লোহাগড়া উপজেলার ১২নং কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের মেম্বর কাজী রওশন কে (৪৫) আটক করেছে লোহাগড়া থানা পুলিশ তাকে শনিবার সকালে স্থানীয় এড়েন্দা বাজার এলাকা থেকে আটক করা হয়।
কাজী রওশন সারুলিয়া গ্রামের মৃত কাজী তবিবর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় মেম্বর কাজী রওশনকে আটক করা হয়েছে।
লোহাগড়া থানার এসআই মাহফুজুল হক ও এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সকাল ১১ টার দিকে এড়েন্দা বাজার এলাকা থেকে তাকে আটক করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রওশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সারুলিয়া গ্রামে বিবাদমান কোন্দলে এক পক্ষের নেতৃত্ব দিয়ে আসছিলো কাজী রওশন। সম্প্রতি তার নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই গ্রামের তিনটি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]