নড়াইলের দুই যুবক ঝিকরগাছায় ভারতীয় ঔষধসহ আটক করেছে র্যাব।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গত রাতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন নড়াইলের নড়াগাতি থানার টোনা গ্রামের শওকত আলি সরদারের ছেলে রাসেল সরদার (২৪) এবং রফিকুল ইসলামের ছেলে শামছুর রহমান (২৬)।
যশোর জেলার ঝিকরগাছা রজনীগন্ধা হোটেলের সামনে থেকে ভারত থেকে আনা অবৈধ ঔষধসহ দুইজন গ্রেফতার হয়।
তাদের কাছ থেকে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ঔষধ পেয়েছে বলে জানিয়েছে র্যাব।
আসামী ও জব্দকৃত আলামতসহ ঝিকরগাছা থানায় হস্তান্তর তাদের হস্তান্তর করেছে র্যাব।
১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ই ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গ্রেফতারকুতরা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে চোরাই পথে বিভিন্ন ভারতীয় পণ্য আনতো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]