নড়াইলের পল্লীতে গুলিতে নিহত মামলার-৩ আসামি। নড়াইলের কালিয়ার দেওয়া ডাঙ্গা গ্রামের মাসুদ রানা হত্যা মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছেন জেলা ডিবি পুলিশ এর এস আই মিল্টন কুমার দেবদাস, ও তার সঙ্গীয় ফোর্স।
নড়াইল জেলা প্রতিনিধি জানান, এসআই মিল্টন কুমার দেবদাস বলেন গত ৫ জুলাই কালিয়ায় নদী থেকে বালু কাটা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হয় এবং মাসুদ রানা নামে একজন গুলিতে নিহত হয় ও অাহত হয় দশজনের মত।
তিনি আরো বলেন পুলিশ সুপার জসিম উদ্দিন পিপি এম (বার) এর নির্দেশে একদিন পার না হতে তিনজন অাসামি কে অাটক করি। যার মামলা নং৪ তাং ০৬/০৮/২০২০ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড। এই মামলার তদন্ত কারী কর্মকতা এস আই মিলটন কুমার দেব দাস অারো জানান এই মামলার এজাহার নামীয় প্রধান আসামি ১. কাজল মোল্ল্যা (৪৯),২. টনি মোল্লা,উভয় পিং-মৃত মকবুল হোসেন মোল্ল্যা,৩.সোহান মোল্লা (২৪),পিং-মৃত ফেরদৌস মোল্ল্যা,সর্ব সাং-দেওয়াডাংগা,থানা-কালিয়া, জেলা -নড়াইল কে ইং ০৫/০৮/২০২০ তারিখ অভিযান চালিয়ে কালিয়া ও খুলনা থেকে গ্রেফতার করা হয়। এবং আসামী কাজলের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে অভিযান পরিচালনা করে কালিয়া থানার মাধবপাশা গ্রামের সেলিম বিশ্বাসের বসতবাড়ির পেছনের বাগান থেকে আসামির বের করে দেয়া মতে মাসুদ রানা হত্যা কান্ডে ব্যবহৃত কাজলের লাইসেন্স কৃত দো নালা বন্ধুক ৮ রাউন্ড তাজা গুলি সহ উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।আসামী কাজল আজ ০৬/০৮/২০২০ তারিখ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত এর বিচারক জাহিদুল আজাদএর কাছে স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]