নড়াইলের পল্লীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার স্বামী গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলার চর আড়িয়ারা গ্রামে মনিরা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ ঘটনায় স্বামী হাবিব মৃধাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার চর আড়িয়ারা গ্রামের গোলজার মৃধার ছেলে হাবিব মৃধার সাথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের দাউদ সরদারের মেয়ে মনিরা’র সাথে প্রায় আট বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোন সন্তান না হওয়ায় হাবিব দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামীর সাথে মনিরার প্রায়ই বাক বিতন্ডা হতো। তারই ধারাবাহিকতায় গত রবিবার বিকালে হাবিব তার স্ত্রী মনিরাকে বেধড়ক মারপিট করে। মনিরার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করলে সেখানকার ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাবিবকে আটক এবং নিহতের লাশ উদ্ধার করে সোমবার (২০ জুলাই) সকালে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। নড়াইলের লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]