নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে হেলিকপ্টার করে অসুস্থ মেয়র জাহাঙ্গীর বিশ্বাসকে ঢাকায় নেওয়া হয়।
নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে তিনি হেলিকপ্টারে ওঠেন।
এসময় দলের সহ নড়াইলের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নড়াইল পৌরবাসি জাহাঙ্গীর বিশ্বাসের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। আল্লাহ্ যেন আমাদের নেতাকে আমাদের মাঝে সুস্থ্যভাবে ফিরিয়ে দেন বলেও নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম কান্নাকাটি করে দোয়া প্রাথনা করেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু অসুস্থ্যের বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার তাঁর ডেঙ্গু জ্বর ধরা পড়ে। মঙ্গলবার রাতে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে তাঁর রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসে। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]