নড়াইলের মধুমতি নদীতে ডুবে তাসলীয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার বিকাল ৪টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাসলীয়া জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামের মোঃ কামাল শরীফের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাসলীয়ার মা ঘরের কাজে ব্যস্ত থাকায় শিশুটি অজান্তেই বে’র হয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে তাসলীয়ার কথা খেয়াল পড়লে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ীর পাশে নদীর ঘাটে শিশু তাসলীয়ার লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন নদী থেকে তাসলীয়ার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]