নড়াইলের কালিয়ায় মধুমতী নদীতে ভাসমান অজ্ঞাত সেই লাশটির পরিচয় মিলেছে। তাঁর নাম সাব্বির। বয়স ৪৫। তিনি পিরোজপুর জেলার কাউখালী থানার শিয়ালকাঠী গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
নড়াগাতি থানা সূত্র জানায়, গত শুক্রবার কালিয়ার নড়াগাতি থানার চরডুমুরিয়া এলাকায় মধুমতী নদীতে ভাসমান লাশটি উদ্ধার করে নড়াগাতি থানা-পুলিশ। নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবে লাশটি নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়। পরে স্বজনেরা থানায় যোগাযোগ করেছে।
কালিয়া উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, সাব্বির বালুটানা জাহাজের শুকানি ছিলেন। ভাটিয়াপাড়া থেকে দেশের বিভিন্ন জায়গায় তাঁর জাহাজে বালু টানা হতো। ধারণা করা হচ্ছে সহকর্মীরা তাঁকে হত্যা করেছে। এ ব্যাপারে রোববার দুপুরে নড়াগাতি থানা মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]