নড়াইলের মধুমতী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিণ লঙ্কারচর মধুমতী নদীতে একটি লাশ ভেসে আসতে দেখে থানা পুলিকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠায়।
এদিকে, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ ইমরান বলেন, আশপাশের স্থানীয় থানা গুলাতে ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য ইনফর্ম করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]