নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন করোনা আক্রান্ত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) তার করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে। তিনি জানান, বর্তমানে তার জ্বর, গলাব্যথা এবং সামান্য সর্দিকাশি রয়েছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন।
এদিকে গত ২৪ ঘন্টয় জেলায় নতুন করে ছয়জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১৩ চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫৩জন, ২৭পুলিশ সদস্য, ২৯জন সেনা সদস্যসহ জেলায় মোট ৯৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২চিকিৎসকসহ ৬২৪জন সুস্থ হয়েছেন এবং ১৩জন মারা গেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]