নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার বড়দিয়া বাজারের এক ব্যবসায়ী খোকন সাহা (৫৫) নামে এক ব্যক্তিকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। আহত ওই ব্যবসায়ীকে মূমুর্ষূ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নড়াগাতী থানার চোরখালী গ্রামে এ ঘটনা ঘটে । আহত খোকন সাহা চোরখালী গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সাহার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বড়দিয়া বাজারের মুদি ব্যবসায়ী খোকন সাহার পরিবারের কোন সদস্যই মঙ্গলবার বাড়িতে ছিলেন না। প্রতিদিনের ন্যায় খোকন সাহা মঙ্গলবার দিনগত রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাজারের পাশেই নিজ বাড়িতে গিয়ে সীমানা প্রচীরের গেটের তালা খুলে ভিতরে ঢোকার সঙ্গেই পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে দ্রæত পালিয়ে যায়। আহতের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাতেই খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন,‘খোকনের
অবস্থা আশংকা জনক হওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঘটনার প্রকৃত কারণ
জানতে পুলিশের তদন্ত অব্যাহত আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]