নড়াইলের কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের মো: ইবায়েত বেগ (৫০)কে কুপিয়ে মারাত্মক জখম করেছে একদল দুর্বৃত্তরা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ইবায়েত বেগ তার নিজ বাড়ি ফুলদাহ থেকে চাঁচুড়ি বাজারে যাওয়ার পথে মধ্যপথে উৎপেতে থাকা একদল দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন আহত ইবায়েত কে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।
এই বিষয়ে স্থানীয় পুরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইনুচ বলেন, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]