নড়াইলে করোনায় আক্রান্ত হয়ে লিমন মুন্সী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
লিমনের পারিবারিক সুত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর পাংখারচর গ্রামের কাবুল মুন্সীর ছেলে লিমন মুন্সী (২২) কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভূগছিলেন। এক সপ্তাহ আগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে করোনার নমূনা পরীক্ষায় তার পজিটিভ আসে সেভাবেই তার চিকিৎসা চলছিল। তবে তার অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান। একইদিন রাতে বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্যরা নিজ গ্রামে তাকে দাফন করেন।
নড়াইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ জেলায় গতকাল পর্যন্ত ১হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে ৮৫৫জন সুস্থ্য হয়েছে এবং ১৬ জনের মৃত্যূ হয়েছে। বর্তমানে ২৫জন আইসোলেশনে আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]