নড়াইলে চেতনানাশক প্রয়োগে অচেতন করে ছিনতাই। নড়াইলে হতদরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে গেলো দশম শ্রেণির ছাত্র ইজিবাইক চালক সাকিবের। চেতনানাশক প্রয়োগে অচেতন করে বুধবার বিকেলে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায় তার ইজিবাইকটি ছিনিয়ে নিলো যাত্রিবেশী দুর্বৃত্তরা।
কড়ামাত্রার চেতনা নাশকের প্রভাবে মুমূর্ষু ওই কিশোর নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
পুলিশও ভুক্তভোগীর স্বজনরা জানায়, সাকিব কালিয়া উপজেলার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। করোনার প্রভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের হতদরিদ্র পরিবারে একটু স্বচ্ছলতা আনতে ভাড়ায় ইজিবাইক নিয়ে সে রাস্তায় নামে। প্রতিদিনের মতো সে ঘটনার দিন বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বেলা ৪টার দিকে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকার একটি নির্জন রাস্তায় যাত্রীবেশে ছিনতাইকারিরা চেতনানাশক প্রয়োগে করে তাকে অচেতন করে ফেলে রেখে যায়। তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে সজ্ঞাহীন সাকিবকে উদ্ধার করে নড়াইল সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই তার চিকিৎসা চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]