কয়েকজন নারীকে উত্যক্তকরণের দায়ে নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামের মিকু শেখকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলম এ আদেশ দেন।
মিকু দক্ষিণ যোগানিয়া গ্রামের মুনসুর শেখের ছেলে। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিকু শেখ বিভিন্ন সময়ে তার এলাকার কয়েকজন গৃহবধূ ও ছাত্রীদের নানা ভাবে উত্যক্তকরণসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে মিকুকে আটক করে নড়াগাতি থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]