নিরাপদ নারী, নিরাপদ দেশ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলের বিভিন্ন থানায় পালিত হল নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ পালিত হয়েছে।
শনিবার জেলা পুলিশের সহযোগিতায় বিট পুলিশিং, নড়াইলের আয়োজনে জেলার অর্ন্তগত নড়াইল সদর, কালিয়া, নড়াগাতি ও লোহাগড়ার থানা এলাকায় এ সমাবেশ পালিত হয়।
তুলারামপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সভায় অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মাসুদ রানা, সদর থানার ভারপ্রপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াচ হোসেন পিপিএম, তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া নড়াইল শহরের মহিষখোলা, রূপগঞ্জ শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাধাঁঘাট চৌরাস্তা, কালিয়ার বড়ননাল-ইলিয়াচাবাদসহ জেলার ৩টি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নের ৪৭টি বিট পুলিশিং এ ধর্ষণ, নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সমাবেশে সচেতনতা মূলক সভা, মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]