প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ায় নড়াইলের লোহাগড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নামে মামলা হয়েছে।
এ মামলা করেন ছাত্রলীগের লোহাগড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসান হাবিব গিয়াস।
অভিযুক্ত যুবকের নাম মামুন শিকদার (২৫)। তিনি লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার ইতনা গ্রামের ফুলমিয়া শিকদারের ছেলে।
লোহাগড়া থানার উপ পরিদর্শক এস আই সাইফুল ইসলাম বলেন, ১২ অক্টোবর সোমবার লোহাগড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]