মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন পিপিএম (বার) এর সভাপতিত্বে শনিবার (৩১ অক্টোবর) সকালে নড়াইল জেলা পুলিশ লাইন অডিটোরিয়ামে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম (অপারেশন এন্ড প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা (সদর), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শেখ ইমরান (সদর সার্কেল নড়াইল), জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিক।
কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান সহ নড়াইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সেক্রেটারি নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যর এসময় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে। পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কমুউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ কমে আসছে যেমন নাশকতা, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, আরো অনেক কিছু কমে আসছে। আমরা আশা করি সামনের দিনগুলি এর থেকে আরো ভালো কাজ করে জনগণকে সুরক্ষিত রাখব।
পরে ভালো কাজের উপহারস্বরূপ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা পুলিশের এসআই মোহাম্মদ সাইফুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]