নড়াইলে বিপুল পরিমাণ চুরির মালামাল উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার বিকালে লোহাগড়া থানাধীন গোপীনাথপুর ব্যাপারীপাড়ায় অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করে।
এসময় আসামি শরীফুল ইসলাম ওরফে কটা (২৫)কে গ্রেপ্তার করে পুলিশ। সে বাবু মোল্ল্যার পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামি কটার স্বীকারোক্তি মোতাবেক পলাতক আসামি আরশাফ শেখের গোপীনাথপুর ব্যাপারীপাড়া গ্রামের বাড়ি চোরাই মালামাল উদ্ধার করে। সে ওই গ্রামের মৃত জরিফ শেখের পুত্র।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৮টি বাইসাইকেল, ১টি মনিটর, ২টি টিভি, ৬টি মোবাইল, ১৬টি মেমোরি কার্ড, ২টি চাকু, ৪টি বিদেশি টর্চলাইট ও নগদ ৪২০৪ টাকা।
মোট জব্দকৃত আলামতের মালের মূল্য ১০৬৮৫০ টাকা।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, শরিফুল ইসলাম ওরফে কটা ও আশরাফ এর নামে লোহাগড়া থানায় মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]