নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে বৃহস্পতিবার সকালে ভীমরুলের কামড়ে তামিম নামে দুবছরের এক শিশুর
মৃত্যু হয়েছে।
তামিম ওই গ্রামের মাহাব ফকিরের ছেলে।
শিশুর চাচা চাঁচুড়ী ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুর রাজ্জাক ফকির জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তামিম বাড়ির পাশে গেলে ভীমরুলে কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তাকে দুপুরে নড়াইল সদর হাসপাতালে
নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মশিউর রহমান বাবু জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]