সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, সাড়ে তিন লাখ টাকায় সমঝোতা!

নড়াইলের কালিয়ায় ভুল চিকিৎসায় মারা গেছেন শিউলী বেগম (২৫) নামের এক প্রসূতি। শুক্রবার (৬ মে) কালিয়া উপজেলার নড়াগাতি থানার বড়দিয়া বাজারে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের
অনুমোদনহীন বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ঝামেলা এড়াতে সাড়ে তিন লাখ টাকায় নিহতের পরিবারের সঙ্গে সমঝোতা করার
পর ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার রাতেই লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক শরিফুল ইসলাম ও মালিকপক্ষ পলাতক রয়েছেন।

নিহত শিউলী বেগমের বাবার বাড়ি খাশিয়াল ইউনিয়নের পেচী ডুমুরিয়া গ্রামে। এছাড়া তার শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর থানার বড়ফা গ্রামে।

এদিকে, শনিবার (৭ মে) দুপুরে নড়াইল সিভিল সার্জন ডা. নাছিমা আকতার কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিককে প্রধান করে দুই চিকিৎসকসহ মোট তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি আগামী চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দােিখলের নির্দেশ প্রদান করেছেন।

জানা গেছে, শুক্রবার বিকাল চারটায় বড়দিয়া বাজার সংলগ্ন মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এমনকি পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতের এক গ্রাম্য সালিশের মাধ্যমে সন্ধ্যায় সাড়ে তিন লাখ টাকায় বিষয়টি নিষ্পত্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভূক্তভোগী পরিবার ও উপস্থিত সালিশদাররা বিষয়টি নিশ্চিত করেছেন।

সমঝোতা হওয়ার আগে শুক্রবার দুপুরে নিহতের স্বজন ও স্থানীয় উত্তেজিত জনতা হাসপাতাল অবরুদ্ধ করে রাখে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ‘সিজারিয়ানের জন্য পূর্ব নির্ধারিত দিনে ১৫ হাজার টাকার চুক্তিতে শুক্রবার সকাল নয়টার দিকে ওই হাসপাতালে ভর্তি হন শিউলী বেগম। গোপালগঞ্জ থেকে আসা কতিথ সার্জন শরিফুল ইসলাম শিউলী বেগমের সিজারিয়ান অস্ত্রপচার করার জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যায়। অস্ত্রপচারের পূর্বে চিকিৎসক প্রসূতিকে অচেতন করার জন্য একটি ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে সে ছটফট চেঁচামেচি করতে থাকেন। এসময় তার স্বজনেরা রোগীর নিকট যাইতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ যেতে দেয়নি। এরপর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর প্রেসার কমে গেছে এমন অজুহাতে অ্যাম্বুলেন্স ডেকে রোগী খুলনা মেডিকেলে স্থানান্তরের নাটক সাজায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের চালাকি আঁচ করতে পেরে নিহতের স্বামী জিন্নাত শেখ ও পিতা আকবর মোল্যাসহ তাঁর স্বজনেরা অ্যাম্বুলেন্সে তুলতে বাধা দিলে চেঁচামেচি আর হট্টগোলের সৃষ্টি হয়। এমনকি উভয়পক্ষের মধ্যে হাতাহাতিরও ঘটনা ঘটে।
এসময় স্থানীয় উৎসুক জনতা জড়ো হলে পরিশেষে রোগীর মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়।

এরপর হাসপাতালের প্রধান গেটে তালা লাগিয়ে দেয় কতৃপক্ষ। সেই ফাঁকে পেছন দরজা দিয়ে চিকিৎসক ও হাসপাতালের
লোকজন দ্রুত সটকে পড়ে।

ক্লিনিকটিতে অচেতনবিদ (অ্যানেথেসিওলজিস্ট) ছিলেন না। অস্ত্রপচারের জন্য ওই কতিথ চিকিৎসক নিজেই সেই দায়িত্বপালন করেন বলে জানা গেছে।

এই ঘটনার পর নিহত প্রসূতির পরিবারের লোকজন সুবিচারের দাবিতে লাশ নিয়ে হাসপাতালে অবস্থান গ্রহণ করে।

জানতে চাইলে নিহতের স্বামী জিন্নাত শেখ বলেন,‘অপরাধীর বিরুদ্ধে মামলায় লড়তে গেলে আমারও দৌঁড়াতে হবে, অর্থ খরচ করতে হবে। কিন্তু আমি একজন সামান্য ইজিবাইক চালক। সেই চিন্তা করে গ্রাম্য সালিশে অনেক দরকষাকষির মাধ্যমে অবশেষে আমার নিহত স্ত্রী ও অনাগত শিশুর লাশের বিনিময়ে তিন লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ এবং ৫০ হাজার টাকা নিহতের মিলাদ বাবদ গ্রহণ করেছি। এটা আমার শ্বশুর বাড়ির লোকজনও মেনে নিয়েছেন।’

একই প্রসঙ্গে নিহতের বাবা আকবর মোল্যা বলেন,‘ শুক্রবার সকালে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করলে সিজার করার জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করে চিকিৎসক ইনজেকশন পুশ করে। কিছুক্ষণ পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের না জানিয়েই রোগীর মৃত্যুর পর সেটিকে আড়াল করার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর চেষ্টা করলে আমরা বাধাঁ দেই। এরপর আমার মেয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারি। আমরা গরীব মানুষ মামলা চালানোর সামর্থ নেই। বিধায় আমার নাতনির ভবিষ্যতের কথা চিন্তা করে সাড়ে তিন লাখ টাকায় হাসাপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে।’

সালিশদার মশিউর রহমান জানান, ‘শুক্রবার বিকাল চারটার দিকে মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ চত্ত্বরে স্থানীয় পর্যায়ে খাশিয়াল ইউপি সদস্য জিন্নাত, ঈমান শেখ ও জয়নগর ইউপি সদস্য রুবেল চৌধুরী, ভূক্তভোগী পরিবার ও
হাসপাতাল কর্তৃপক্ষের লোকজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এমনকি পুলিশের এসআই মিলন এবং এএসআই জাহাঙ্গীর উপস্থিতিতে এক গ্রাম্য সালিশ বৈঠক বসে। প্রকৃতপক্ষে নিহতের স্বামী এবং বাবা উভয়েই নিতান্ত গরীব মানুষ। ভূক্তভোগীপক্ষ গরীব বিধায় নিহতের নাবালক শিশু জামিলার (৪) ভবিষ্যতের জন্য নগদ সাড়ে তিন লাখ পরিশোধের মাধ্যমে সালিশনামায় উভয়পক্ষ নাম দস্তখত করে মীমাংসা করা হয়।’

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ শুকান্ত কুমার সাহা জানান, ‘পুলিশের উপস্থিতিতে গ্রাম্য সালিশ বৈঠক মীমাংসার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনেন। মৃত্যুর ঘটনায় এখনও রোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার অনুপ দাস বলেন, ‘বিষয়টি মীমাংসা হয়েছে।’
তবে এর বাইরে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

এ ব্যপারে মতামত জানতে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক খান শাহীন সাজ্জাদ ওরফে পলাশের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে পরিচয় পাওয়ার পর লাইন কেটে বন্ধ করে রাখেন।

এ প্রসঙ্গে নড়াইল সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, ‘ভুল চিকিৎসায় মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত
কমিটি গঠন করে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দােিখলের নির্দেশ প্রদান করা হয়েছে।’
হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের বেসরকারি হাসপাতালটি অনুমোদনের জন্য আবেদন করলেও তা অনুমোদন দেয়া হয়নি বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, অব্যবস্থাপনা আর অনিয়মে জর্জরিত অনুমোদনহীন ওই হাসপাতাল। সার্বক্ষণিক নেই কোনো চিকিৎসক। নেই প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। অপারেশন থিয়েটার একেবারেই নাজুক। তারপরও সেখানে চলছে অস্ত্রপচার।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে বাঁশ-বেতই প্রধান জীবিকার উৎস প্রায় দুই শতাধিক নারীর

জেলা প্রতিনিধি, নড়াইল : নড়াইলে বাঁশ আর বেতকেই জীবিকার প্রধান বাহক হিসাবেবিস্তারিত পড়ুন

নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষকবিস্তারিত পড়ুন

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হ*ত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার। নড়াইলের লোহাগড়া উপজেলায়বিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মহিলা গ্রেফতার
  • নড়াইল জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা
  • নড়াইলে সংঘবদ্ধ ধর্ষণের পর ইউপি সদস্যে হিন্দু বাসনা মল্লিকের মুখে বিষ ঢেলে হত্যা!
  • নড়াইলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক রোমান গ্রেফতার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ট্রেনে পদ্মা সেতু হয়ে আড়াই ঘণ্টায় ঢাকায়; প্রথম যাত্রীরা ভীষণ খুশি
  • নড়াইলে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা,পুলিশ কনস্টেবল পদে নিয়োগ
  • নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার
  • নড়াইলে হালকা শীতের আমেজে দেদারছে বিক্রি হচ্ছে অতিথি পাখি
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলি দুইজন গ্রেপ্তার এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন
  • নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার -১