নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা বেড়িবাঁধ থেকে লাহুড়িয়া বাজার-মোহাম্মদপুর মহাসড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন দুর্নীতি দমন কমিশনার এএফএম আমিনুল ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ কাজের উদ্বোধন করা হয়।
প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার হবে। মোট ১৯ কিলোমিটার সড়কের প্রাথমিক পর্যায়ে নয় কিলোমিটারের কাজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, উপসচিব সৈয়দ রবিউল ইসলাম, দুদকের খুলনা বিভাগের পরিচালক মঞ্জুর মোর্শেদ, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ অনেকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]