নড়াইলের কালিয়ায় মাদক সেবনের দায়ে জোসেফ বড়াই (৩৮) নামে এক মাদক সেবীকে ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সে উপজেলার রামনগর গ্রামের সাধন বড়াইয়ের ছেলে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কালিয়ার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলমের আদালত তাকে ওই দন্ডাদেশ দেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জোসেফকে কালিয়া পৌর শহরের সুইফার কলোনী থেকে মাদক সেবনকালে আটক করা হয়। পরে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে মাদক সেবনের দায়ে কালিয়ার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলমের আদালত ছয় মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্তকে নড়াইল কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]