১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে নৃশংস ভাবে হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে খুনি জিয়াউর রহমানকে মরণোত্তর বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে নড়াইলের কালনা ঘাট থেকে তুলারামপুর পর্যন্ত নড়াইল-যশোর সড়কের বিভিন্ন পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বিচার চেয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, দেবাষিশ কুন্ডু মিটুল, জেলা আওয়ামীলীগ নেতা হাফিজ খান মিলন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জল, সাধারন সম্পাদক এস,এম পলাশ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, যুবলীগনেতা গাউসুল আযম মাসুম, সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু স্কোয়াড এর সদস্য শরফুল আলম লিটু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সাবেক সভাপতি নিলয় রায় বাধনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]