নড়াইলের লোহাগড়া উপজেলা কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে র্যাব-৬ এর অভিযানে ৩ কেজি ৩’শ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার হয়েছে।
র্যাব সূত্র জানায়- র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নড়াইল জেলার লোহাগড়া থানাধীন বড়দিয়া বাজার সংলগ্ন গো-হাটের দক্ষিণ পাশে জনৈক সাত্তার সরদারের বসত ঘরের সামনে
কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এরূপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ৫ ডিসেম্বর সন্ধ্যার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোস্তাক মোল্লা (২৬) নামের এক ব্যক্তিকে উক্ত গাঁজিসহ আটক করা হয়। সে মঙ্গলপুর গ্রামের হাবিবার মোল্লার পুত্র।
ধৃত আসামীর বিরুদ্ধে নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]