নড়াইলে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফ্রেন্ডস ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পল্লব রাজিব স্মৃতি ফুটবল একাদশ।
সোমবার বিকালে শহরের কুড়িরডোব মাঠে বন্ধু সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নির্ধারিত সময় কোন গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। ট্রাইবেকারে ২-৩ গোলে পল্লব রাজিব স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
এ সময আরো উপস্থিত ছিলেন নড়াাইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু, কাউন্সিলর শরফুল আলম লিটু, সন্ধ্যা রানী, তুফান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি গাউসুল আজম মাসুম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]