নড়াইলের লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় ঢাকার বাংলাবাজারের এক বই ব্যবসায়ী হাসান পারভেজ (৪৪) নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা প্রবাসী বন্ধু মশিয়ার রহমান ভূইয়া গুরুতর আহত হন।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় লোহাগড়া কালনা সড়কের মাইটকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরশালনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে ঢাকার বাংলাবাজার এলাকার বই ব্যবসায়ী হাসান পারভেজ বাড়ীতে এসে প্রবাসী বন্ধু নিউ লোহাগড়ার হিরু ভূইয়ার ছেলে মশিয়ার রহমান ভূইয়াকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে মধুমতি নদীর উপর নির্মানাধীন দৃষ্টিনন্দন কালনা সেতু দেখতে যাওয়ার পথে মাইটকুমড়া এলাকায় পৌচ্ছালে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুইজন গুরুতর আহত হন।
এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে পারভেজ মারা যায়। আহত মশিয়ারকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]