নড়াইলের লোহাগড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, স্থানীয় লোকজন রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পেয়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধকে গত শুক্রবার দুপুরে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।
লোহাগড়া হাসপাতালের আবাশিক মেডিকেল কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই বৃদ্ধ শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পরে পুলিশকে বিষয়টি জানিয়েছি।
স্থানীয় যুবক লক্ষীপাশা গ্রামের শাহিন জানান, ওই বৃদ্ধের গোসল প্রক্রিয়া শেষে লক্ষীপাশা কেন্দ্রীয় গোরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, যদি স্বাভাবিক মৃত্যু হয় এবং বৃদ্ধের কোন পরিচয় না পাওয়া যায় তবে পৌর কর্তৃপক্ষ লাশ দাফনের ব্যবস্থা করবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]