পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পদ্মা উৎসব।
সাতক্ষীরায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ থেকে আনন্দ র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়।
পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল কলেজর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের আয়োজনে বড় পদ্মার মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনের মূল পর্ব জনসাধারণকে দেখানো হয়।
কালিগঞ্জে পদ্মা উৎসব
এদিকে, পদ্মা সেতুর উদ্বোধনের সাথে মিলিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে ‘উপকূলবাসীর পদ্মা উৎসব’অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে পদ্মা উপকূল উৎসবের কেক কাটা হয়।
এরপর একটি বর্ণাঢ্য র্যালি কালিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালি ও আলোচনা সভা শেষে লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
অপরদিকে, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জেলায় চায়ের দোকান থেকে শুরু করে সব শ্রেনীর মানুষের মধ্যে এক ধরণের উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]