ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উৎযাপনে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ঈদুল আযহার আগের দিন থেকে পরবর্তী দুই দিন সাতক্ষীরা নবারুন গার্লস হাইস্কুলের সামনে, সদর থানা মোড়ের সামনে ও প্রধান প্রধান সড়কের উল্যেখযোগ্য স্থানে ঈদ মোবারক খচিত ব্যানার দ্বারা সজ্জিতকরণ ও তোরণ নির্মান করা ও ঈদের দিন সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি- বে- সরকারি প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পবিত্র ঈদের দিন সকাল সাড়ে ৭ টায় মুনজিতপুরস্থ সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত ও সকাল ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন দুপুর বেলায় হাসপাতাল, জেলখানায়, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ঈদের পূর্বে সুবিধামতো সময়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ঈদুল আযহার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভার আয়োজন ও ঈদের পরবর্তীতে সুবিধামত সময়ে শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের অংশগ্রহনে ঈদ পূনর্মিলনী উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ ছাড়া কোরবানির ঈদেন দিন সূর্যাস্তের আগেই পশুর বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান ও পশুর চামড়া লবন দিয়ে সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য তাগিদ দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রীম ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়ে দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনা করেন।
এ দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস পবিত্র ঈদুল আজহা উৎযাপনে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানিয়ে কলারোয়াবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ,শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]