কলারোয়ায় পৌর সদরে ’ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়েছে।
পবিত্র মাহে রমজান-২১’ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা সকাল ১১ টার দিকে সরকারি হাইস্কুল ফুটবল মাঠে বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমে বিভিন্ন পণ্য বিক্রয় করা হয়।
ক্রেতারা কোভিড-১৯ সতর্কতামূলক মাক্স পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১১ টা থেকেই টিসিবি’র সাশ্রয়ী মূল্যের ওই পণ্যসামগ্রী ক্রয় করেন।
সরকার অনুমোদিত লাঙ্গলঝাড়ার জনতা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী ডিলার জাহিদ হাসানের উপস্থিতিতে টিসিবি’র ওই পণ্য ৪ শতাধিক ক্রেতা ক্রয় করেন বলে জানা যায়।
উল্লেখ্য, টিসিবি’র পণ্য হিসাবে সোয়াবিন তেল লিটার প্রতি ১০০ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৫৫ টাকা, ছোলা ৫৫ টাকা, চিনি ৫৫ টাকা, খেজুর-৮০ ও পিঁয়াজ প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রয় করা হয়। ’ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় কার্যক্রম চলমান থাকবে বলে ডিলারের প্রতিনিধি পণ্য বিক্রেতা রাজু রায়হান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]