পর পর দুইটি কন্যা সন্তান জন্ম নেওয়ার এক নারীকে নির্দয় ভাবে মারধর করেছে শ্বশুরবাড়ির লোকজন। ভারতের উত্তরপ্রদেশের মহোবা জেলায় এই ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।
ওই নারী অভিযোগে করেন, শ্বশুরবাড়ির লোকজন ছেলে চাইত। কিন্তু তার পরপর দুইবার মেয়ে হওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে কূটকথা শোনাত এবং মারধর করত।
ওই নারী বলেন, ছেলে গর্ভধারণ না করায় আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমাকে নির্যাতন করত। আমার দ্বিতীয় মেয়ের জন্মের পর হয়রানি বেড়ে যায়।
শ্বশুরবাড়ির বিরুদ্ধেও তাকে মাঝে মাঝে অনাহারে রাখতেন বলেও অভিযোগ করেছেন ওই নারী। এরপর তিনি শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, দুই নারী তাকে গালাগালি করছেন, লাথি মারছেন এবং ঘুষি মারছেন। তিনি তখন কেঁদে তাদের থামার জন্য অনুরোধ করেন।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মহোবার পুলিশ সুপার সুধা সিং বলেন, ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) নথিভুক্ত করেছি, এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]