ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
বিধানসভা থেকে কাটোয়ায় নিজের বাড়ি ফেরার পথে সোমবার বিকালে মেমারি-কাটোয়া রোডে দুর্ঘটনার শিকার হন তিনি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাতগেছিয়ার কাছে মন্ত্রী গাড়ির সামনের ডানদিকের চাকা পাংচার হয়ে যায়। এরপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। পিকআপ ভ্যানটি উল্টোদিক থেকে আসছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জানা গেছে, মন্ত্রীর গাড়ির গতি অল্প থাকায় প্রাণে বেঁচে গেলেও হাতে চোট পান সিদ্দিকুল্লাহ চৌধুরী। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানা গেছে, দুর্ঘটনার সময় মন্ত্রীর গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। মন্ত্রীর গাড়ির চালকও আহত হয়েছেন। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি। দুটো আঙুলে সামান্য চোট পেয়েছেন। তবে এখন সুস্থ রয়েছেন তিনি।
পূর্ব বর্ধমান সদরের এসডিপিও আমিনুল ইসলাম খান জানান, মন্ত্রীর গাড়ির চাকা পাংচার হওয়ার কারণেই বিপত্তি ঘটেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]