কাতারে পাঁচ গোল করে স্বর্ণের বুট জেতার দৌড়ে সবার আগে রয়েছেন ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। পোলিশের জালে দুবার বল পাঠিয়ে বিশ্ব আসরে ২৪ বছরের এই তারকার গোল সংখ্যা ৯। যা ফ্রান্সের হয়ে আর কারো নেই।
এমন তুঙ্গে থাকার পরও স্বর্ণের বুট বা বল কোনটাই চান না এই ফরাসি তরুণ স্ট্রাইকার। শেষ আটে পা রাখার পর তিনি জানিয়েছেন তার আসল লক্ষ্য। বলেছেন, নিজের জন্য কিছু চান না তিনি।
তাহলে তিনি কি চাইছেন? এমন প্রশ্নের জবাবে গেলো আসরের গোল্ডেন বল জেতা এমবাপে বলেন, ফ্রান্সের হয়ে তিন নম্বর ট্রফিটা তার চাই। আর সেটি হলেই কেবল তার পাওয়া পূর্ণ হবে।
বিশ্বকাপ ফুটবলের আসরে সব স্ট্রাইকারই গোল করতে চান। অথচ এমবাপের প্রধান লক্ষ্য গোল করা নয়। দল জিতলেই তিনি খুশি। সোনার বুট দরকার নেই। তার চাই বিশ্বকাপ।
এমবাপে বলেন, আমার একটাই স্বপ্ন। বিশ্বকাপ জেতার জন্যই কাতারে এসেছি। স্বর্ণের বল বা বুট জেতার জন্য আসিনি। এর কোনো একটা পেয়ে গেলে অবশ্যই খুশি হব। যদিও এগুলো আমার লক্ষ্য নয়। আমি জিততে এসেছি। আমার কাপ চাই।
রোববারের ম্যাচে একটি রেকর্ড গড়েছেন এমবাপে। ২৪ বছর বয়স হওয়ার আগেই বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা ৯। এমন কৃতিত্ব আর কারও নেই। নজির গড়ে খুশি ক্লাব ফুটবলে মেসি, নেইমারদের সতীর্থ।
এমবাপে বলেন, আমি শুধু বিশ্বকাপ ও নিজের ফুটবলে মন দিতে চাইছি। যখন কোনও কাজ মন দিয়ে করি, তখন শুধু সেটাই করি। সে জন্য মিডিয়ার সঙ্গে বেশি কথাও বলতে চাইছি না এখন। এই আসরের জন্য গোটা মৌসুম ধরে প্রস্তুতি নিয়েছি। নিজেকে শারীরিক ও মানসিক ষভাবে তৈরি করেছি। এই প্রতিযোগিতার জন্য নিজেকে সব রকম ভাবে প্রস্তুত করতে চেয়েছিলাম। এবং করেছি।
২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন এমবাপে। চার বছরে বেড়েছে তাঁর অভিজ্ঞতা। বেড়েছে তাঁর ফুটবলের ধার। এবার তিনিই দলের প্রধান অস্ত্র, ফরাসি মিসাইল। আর তাই রাশিয়ার পর কাতার থেকেও বিশ্বকাপ দেশে নিয়ে যেতে চান এমবাপে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]