পাইকগাছায় কপিলমুনি ইউনিয়নের কাজিমুছা গ্রামের মাঠখালী খাল থেকে করিমন্নেছার (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বারুইডাঙ্গা গ্রামের মৃত জরিপ গাজীর স্ত্রী। বৃহষ্পতিবার সকালে এলাকাবাসী লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে জানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি শনাক্ত করে লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। স্থানীয়রা ও করিমন্নেছা ছেলে হাশেম আলী জানিয়েছেন, আমার মা ছয় বছর ধরে মানষিক রোগী ছিলেন। গত ১১ দিন যাবৎ তাকে পাওয়া যাচ্ছিলো না।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজিমুছা গ্রামের মাঠখালী খালে একটি লাশ দেখতে পায়। এ সময় কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়াদ্দার আমাকে জানায়। এ সময় আমি ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]