পাইকগাছায় পোল্ট্রি ফার্মে কাজ করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নুরজাহান বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার বারুইডাঙ্গা গ্রামের আনছার মোড়লের স্ত্রী।
প্রতিদিনের ন্যায় বুধবার সকালে তার পোল্ট্রি ফার্মে মুরগীর খাদ্য খাবার দিতে যায় বলে তার স্বজনরা জানায়। খামার থেকে ফিরতে দেরি হওয়ায় পরিবারের কেউ তাকে খুঁজতে গিয়ে দেখেন তিনি মাটিতে শুয়ে আছেন।
সহকারী কমিশনার (ভূমি) মো: শাহরিয়ার হক এবং ওসি মো: এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]