পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে শিক্ষক-শিক্ষার্থীসহ ৭ জন নিহত হয়েছেন। এসময় অন্তত ৭০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে পেশাওয়ারের দির কলোনির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, পেশোয়ারের দির কলোনির মাদ্রাসায় প্রতিদিনের মতো আজ সকালেও কোরাআনের ক্লাস চলছিল। এসময় বিস্ফোরণে শিক্ষক-শিক্ষার্থীসহ ৭ জন নিহত হন। এছাড়া ৭০ জন আহত হন।
জানা গেছে, এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগে কিছু বিস্ফোরক ছিল। আর সেই বিস্ফোরক থেকেই এই ঘটনা ঘটেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]