আদনান সামি, একজন জনপ্রিয় গায়ক। জন্মসূত্রে পাকিস্তানি হলেও ২০০৬ সালে ভারতের নাগরিকত্ব পান তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর স্থায়ীভাবে ভারতে থাকতে শুরু করেন জনপ্রিয় এই শিল্পী। কিন্তু কেন পাকিস্তান ছাড়েন আদনান সামি? যদিও এই বিষয়ে আগে খুব একটা উচ্চবাচ্য করেননি, হঠাৎ রুদ্রমূর্তি ধারণ করলেন মৃদুভাষী এই শিল্পী। সরাসরি পাকিস্তান সরকারের দিকে আঙুল তুললেন এই গায়ক।
নিজের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে আদনান সামি লিখেন, “আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, কেন আমি পাকিস্তান ছেড়েছি? সেখানকার মানুষ সম্পর্কে কোনও বিরূপ ধারণা নেই। তারা যেমন আমাকে ভালবাসেন, আমিও তাদের ভালবাসি। কিন্তু আমার দেশ ছাড়ার জন্য দায়ী পাকিস্তান সরকার।”
খানিকটা হুমকির সুরে এই শিল্পী বলেন, “একদিন সব কুকীর্তি ফাঁস করে দিব। বছরের পর বছর ধরে মুখ বুজে ছিলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি। মানুষ এসব শুনলে চমকে যাবেন।”
উল্লেখ্য, ২০২০ সালে আদনান সামি ভারতে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, জিওটিভি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]