কাশ্মীরসহ ভারতের সাথে চলমান সব দ্বন্দ্ব আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে মেটাতে চান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ সংলাপে ভারতের সাথে সঙ্কট সমাধান করা সম্ভব।
তিনি বলেন, ‘পাকিস্তান কাশ্মীর সমস্যার সমাধানে আলোচনা-কূটনৈতিক পথে এগোতেই বিশ্বাসী। ভারত রাজি থাকলে পাকিস্তান সেই লক্ষ্যে এগোতে প্রস্তুত আছে।
জেনারেল বাজওয়া আরও বলেন, আমি বিশ্বাস করি রাজনৈতিক নেতাদের তাদের আবেগ এবং পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে ইতিহাসের শেকল ভেঙে এই অঞ্চলের কোটি মানুষের শান্তি ও সমৃদ্ধি কথা ভাবার সময় এসেছে।
এসময় অশান্তির অগ্নি শিখাকে ওই অঞ্চল থেকে দূরে রাখতে চান বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]