সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন চোমরখালি বিলের আমতলাডাঙ্গা মোড়ের সরকারি চান্দার খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে ওয়ার্কার্স পার্টি নেতা বাকী বিল্লাহসহ কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সেল্টারে থেকে ওয়ার্কার্স পার্টির ক্যাডার বাকী বিল্লাহ হঠাৎ ভোল পাল্টিয়ে বিএনপি সেজে নানা অপকর্ম করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর পাটকেলঘাটা বাজারে ব্যাপক লুটপাট চালায় বাকী বিল্লাহর নেতৃত্বে একটি গ্রুপ। এর থেকে চোমরখালী গড়ের ডাঙ্গা এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে হাইব্রিড বিএনপি বাকী বিল্লাহর দাপটে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
গত সপ্তাহ ধরে হঠাৎ বাকী বিল্লাহর সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে।
বাকী বিল্লাহ আইন অমান্য করে রাতারাতি সরকারি খালের মধ্যে পিলার বসিয়ে খাল দখল করায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
অভিযোগ রয়েছে, এসিল্যান্ডের (ভূমি অফিসের) নিষেধাজ্ঞা ও আদেশ উপেক্ষা করে তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন, প্রভাব খাটিয়ে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি প্রশাসনের নির্দেশনা অমান্য করে খাল দখলের অপচেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি দ্রুত এই অবৈধ দখল কার্যক্রম বন্ধ না করা হয় তাহলে সামনের বর্ষা মৌসুমে এই এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।
স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সরকারি খাল দখলের অপচেষ্টা বন্ধ করুক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করুক।
সরকারী খাল দখল করে স্থাপনা নির্মাণ বিষয়ে ওয়ার্কার্স পার্টির বাকী বিল্লাহ জানান, তার ভাইয়ের যাতায়াতের জন্য একটা পাকা পুল তৈরি করা হচ্ছিল। তবে সরকারের কোনো অনুমতি ছিল না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]