সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ধানদিয়ায় শিশুদের নিয়ে প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও দারিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার পাটকেলঘাটার থানার ১নং ধানদিয়া ইউনিয়নের ধানদিয়া কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে আত্মমানবতার সেবায় নিয়োজিত ‘সেবা ফাউন্ডেশনের’ উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে শিশুদের বাৎসরিক শিক্ষামূলক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও অসহায় হত-দারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেনেটা ফার্মাসিটিক্যাল প্রাঃ লিঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার এসআই জয় বালা, সেবা ফাউন্ডেশনের পরিচালক ডা.সৈয়দ আনোয়ার হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী হোসেন, শিক্ষক ফারুক হোসেন, ডা. হাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অবিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং এলাকার গরীব অসহায় হতদরিদ্র ১২টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]